ইচিং বিচিং









ইচিং বিচিং খেলা বাংলাদেশসহ ভারত উপমহাদেশের একটি জনপ্রিয় গ্রামীণ খেলা । সাধারণত এই ইচিং বিচিং খেলার জন্য শিশু ও কিশোরীরা গ্রাম বাংলার সবুজ মাঠকে পছন্দ করে। মূলত গ্রাম বাংলার সবুজ মাঠে খেলা হলেও বর্তমানে তা গ্রামের সর্বত্রই বা বিদ্যালয়েও খেলা হয় । উচ্চতা অতিক্রম করা এই খেলার একটি অন্যতম বৈশিষ্ট্য ।

ইচিং বিচিং চিচিং ছা
প্রজাপতি উড়ে যা

খেলার নিয়মাবলী

দুই জন খেলোয়াড় পাশাপাশি বসে খেলোয়াড়দের অতিক্রম করার জন্য উচ্চতা নির্মাণ করে দেয়। তারা প্রথমে দু'পায়ের গোড়ালি দিয়ে উচ্চতা নির্মাণ করে। খেলোয়াড়রা উচ্চতা অতিক্রম করার পর তারা এক পায়ের উপর আরেক পা তুলে দিয়ে উচ্চতা বাড়িয়ে দেয়। এইভাবে পায়ের উপর প্রসারিত করতল স্থাপন করে উচ্চতা বাড়িয়ে তোলা হয়। উচ্চতা অতিক্রম করার পর বসে থাকা খেলোয়াড়রা দুই পা মুক্ত করে ত্রিকোণাকার একটি সীমানা তৈরি করে। এই পায়ে ঘেরা স্থানটি পা তুলে দম দিতে দিতে বা ছড়া আওড়াতে আওড়াতে তিনবার অতিক্রম করে লাফ দিয়ে পার হতে হয়। এই সীমানা অতিক্রম করার পর বসে থাকা খেলোয়াড়দের যুক্ত পাকে প্রতিটি খেলোয়াড় শূন্যে লাফিয়ে ইচিং বিচিং ছড়া বলতে বলতে দুইবার করে অতিক্রম করে নেয়। এটিই হচ্ছে খেলার শেষ পর্ব।






সূত্র: উইকিপিডিয়া